বুকে হাত বাধার নাকি সহি হাদিস নেই। হাদিসে নাকি বুক শব্দটাই নেই। এমন বানোয়াট কথার জবাব দিলাম।

বুকে হাত বাধার
নাকি সহি হাদিস নেই।
হাদিসে নাকি বুক শব্দটাই নেই।
এমন বানোয়াট কথার জবাব দিলাম।

হাদীছ নং- ১: ওয়ায়েল বিন হুজর
হতে বর্ণিতঃ আমি রাসুল সা.- এর
নিকটে হাযির হলাম।
তিনি মসজিদে উঠলেন,
এবং মেহরাবে প্রবেশ করলেন।
তারপর তাকবিরে তাহরিমার সময়
হাত তুললেন। অতঃপর ডানহাত বাম
হাতের উপরে বুকের
উপরে রাখলেন।
নাসাই কুরাতে আরো হাদিস
বিদ্যমান। কেবল সেগুলির হাদিস
নং দিলাম।
{নাসাই কুবরা,হা/ ২৪২৯, ২৪৩০; ২৪৩১;
সুগরা, হা/ ৩৫৩ }
হাদীছ নং- ২:--ওয়ায়েল বিন হুজর
হতে বর্ণিতঃ- আমি রাসুলের
নিকটে হাযির হলাম।
তিনি একটি পাত্র আনলেন
যাতে পানি ছিলো।....... তার উযু
শেষে তিনি মেহরাবে ঢুকলেন।
লোকদের পিছনে সারিবদ্ধ
করালেন। তারপর ডানে,
বায়ে তাকালেন। অতঃপর হাত
তুললেন তাকবিরে তাহরিমার
সহিত। তিনি কানের লতি পর্যন্ত
হাত তুললেন। তারপর
ডানহাতকে বাম হাতের উপর
স্থাপন করলেন-- এটা বড় হাদিস।
{ মুজামুল কাবির, হা/ ১১৮; }
হাদীস নং- ৩: সুরা কাউসারের ৩
নং- আয়াতের
তাফসিরে বুকে হাত বাধার
কথা আলী রা- হতে বর্ণিত হয়েছে।
{ জামেউল আহাদিস, হা/ ৩৩৮১০}
হাদিস নং- ৪ : তাউস
হতে বর্ণিতঃ রাসুল সা.- তার
হাতদুটোকে বুকে শক্তভাবে স্থাপন
করতেন।{ আবু দাউদ, হা/ ৭৫৯;
হিন্দি ছাপাতে এ
হাদিসটি নেই।}
হাদীস নং-৫: ওয়ায়েল বিন হুজর
বলেন, আমি রাসুলের
পিছনে সালাত পড়েছি।
তিনি ডানহাতকে বামহাতের উপর
বুকের উপরে রেখেছিলেন। { ইবনু
খুযাইমাহ, হা/ ৪৭৯; বুলুগুল মারাম,
হা/ ২৭৮}
হাদিস নং-৬: ইবনে মাসউদ হতেও
বুকে হাত বাধার কথা এসেছে।
{ মারেফাতুস সুনানে ওয়াল
আছার,হা/ ২৯৭৬}
হাদিস নং- ৭: আবু জাফর বিন
সুলাইমান স্তনের উপরে হাত
রাখতেন। { আখবারু আসবাহান,
হা/৮১৪}
হাদিস নং- ৮: আলী রা- তার বুকের
উপরে হাত রাখতেন। { আওসাত,
ইবনে মুনযির, হা/ ১২৩৪ }
হাদিসের ব্যাখ্যা এবং চার
মাযহাবের মুল ফিকাহ কিতাব
হতেও ধারাবাহিক ভাবে দলীল
দেবার চেষ্টা করবো ।
ইনশা আল্লাহ।
বিঃদ্রঃ উল্লিখিত হাদিসের
মাঝে কিছু শাহেদ হাদিসও
রয়েছে।


SM_RASHID

Post a Comment

Previous Post Next Post